Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবীন্দ্র জন্ম জয়ন্তীর শুভ মুহূর্তে বই প্রকাশ অনুষ্ঠান গোসানিমারিতে

রবীন্দ্র জন্ম জয়ন্তীর শুভ মুহূর্তে বই প্রকাশ অনুষ্ঠান গোসানিমারিতে

aadya ma trust


রবীন্দ্র জন্ম জয়ন্তীর শুভ মুহূর্তে বই প্রকাশ অনুষ্ঠান গোসানিমারিতে।  গোসানিমারিতে আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে একটি তথ্যমূলক বই প্রকাশ করা হয় আজ। 

আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে নির্মিয়মান আদ্যা মা'য়ের মন্দির প্রাঙ্গনে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যা মা ট্রাস্টের সভাপতি  সন্ন্যাসিনী জায়তী ভৌমিক , গোসানী মারী ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মমিনুল হক ,  সুশান্ত রঞ্জন সাধ্য , ট্রাস্টের সম্পাদক উজ্জ্বল ভৌমিক ,  সহ সভাপতি প্রদীপ ঝা ,  সহ সভাপতি গোপা ঘোষ চন্দ , সাংস্কৃতিক সম্পাদিকা নন্দিতা গোস্বামী প্রমুখ । 

ট্রাস্টের সভাপতি সন্ন্যাসিনী জায়তী ভৌমিক বলেন '  গোসানিমারিতে  আদ্যা মায়ের মন্দির নির্মাণের কাহিনী থেকে শুরু করে , পুজোর ও দীক্ষার নির্ঘন্ট , বর্ষব্যাপী সেবা মূলক কাজের বিবরণ ও সৃজনশীল লেখা ইত্যাদি রয়েছে এই পত্রিকায় । " 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code