IPL 2023: টিমগেমে হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় রাজস্থান রয়্যালসের, কে হল ম্যাচের সেরা

Sunrisers Hyderabad vs Rajasthan Royals



ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা দুর্দান্ত করল সঞ্জু স্যামসন এর টিম রাজস্থান রয়্যালস। মরশুমের প্রথম দল হিসেবে ২০০ রানের গন্ডি অতিক্রম করে সানরাইজ হায়দ্রাবাদ কে ৭২ রানের বড় ব্যবধানে পরাজিত করলো রাজস্থান।




প্রথমে ব্যাট করে রাজস্থান ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। যসশ্বী জয়সওয়াল এবং জস বাটলার শুরুটা দুর্দান্ত করেন। ৬ ওভারেই তারা ৮৫ রানের পার্টনারশিপ গড়ে করেন। এরপর বাটলার ২২ বলে ৫৪ রান করে আউট হলে জয়সওয়ালের (৩৭ বলে ৫৪) সঙ্গে রান তুলতে মেতে ওঠেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে আরো ৫৪ রান যোগ করেন। শেষ দিকে শিমরণ হেটমেয়ার ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক সঞ্জু ৪টি ছয় ও ৩টি চারের সাহায্যে ৩২ বলে ৫৫ রান করেন। হায়দ্রাবাদের পক্ষে ২টি করে উইকেট নেন ফাজালহক ফারুকী এবং টি নটরাজন।




জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। প্রথম ওভারেই দলের খাতায় কোনো রান না উঠতেই দুই উইকেট হারায় হায়দ্রাবাদ। দলের হয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন মায়াঙ্ক আগরওয়াল (২৩ বলে ২৭) এবং শেষদিকে আব্দুল সামাদ (৩২ বলে ৩২)। রাজস্থানের বোলারদের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর কেউ। জজুবেন্দ্র চাহাল চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়াও ট্রেন্ট বোল্ট পেয়েছেন দুটি উইকেট।

নির্ধারিত কুড়ি ওভারে হায়দ্রাবাদ আট উইকেট হারিয়ে ১৩১ রানে ইনিংস শেষ করে। ম্যাচের সেরা হয়েছেন রাজস্থানের জস বাটলার।