Organized free health awareness and testing by Friends of Environment


Friends of Environment




2 রা এপ্রিল ২০২৩  ফ্রেন্ডস অফ  এনভাইরনমেন্টের উদ্যোগে হরিহর পুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ও পরীক্ষার আয়োজন করা হয়। 

উক্ত ক্যাম্পে উপস্থিত উপস্থিত ছিলেন আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাণ চন্দ্র টুডু এবং অস্থির রোগ বিশেষজ্ঞ ডাক্তার সনাতন সরেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্ষরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোবিন্দ চন্দ্র মল্লিক। 

সংস্থার পক্ষ থেকে জানা যায় ক্যাম্পটি আয়োজনের জন্য বিশেষ ভাবে সহযোগিতা করেছে আস্থা ডায়াগোনেস্টিক সেন্টার হরিহরপুর প্রাথমিক বিদ্যালয় এবং কুমুরসা গ্রাম পঞ্চায়েত । 


Friends of Environment


উক্ত ক্যাম্পে ১০০ জনেরও বেশি গ্রামবাসী বিনামূল্যে স্বাস্থ্য এবং ৫০ জনের বেশি বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষার সুযোগ পান । 


Friends of Environment

সংস্থার পক্ষ থেকে সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অপূর্ব কোলে সহ-সম্পাদক চিনময় পাল, সুরজিৎ কর্মকার এবং কোষাধ্যক্ষ অমিত কুমার পাল প্রমূখ উপস্থিত ছিলেন। 


সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী  প্রদীপ কোলে জানান  ভবিষ্যতে রক্তদান শিবির শিবির সহ আরো এই ধরনের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প কুমূরসা সহ আরামবাগের বেশ কিছু অঞ্চলে আয়োজন করা হবে  ফ্রেন্ডস অব এনভাইরনমেন্টের  পক্ষ থেকে।