অবাধ ছাপ্পা ভোটে নজরকাড়ল তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনের ভোট
অবাধ ছাপ্পা ভোটে নজরকাড়ল সাধারণের ভোটে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের প্রার্থী চয়ন পর্ব।এদিন সিতাই বিধানসভার বিধায়ক, আইপ্যাকের চোখের সামনেই চলল অবৈধ ছাপ্পা ভোটের রমরমা।
ভুয়ো ভোট দিতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেন অনেকেই। ছাপ্পা ভোটদাতাদের দিকে সাংবাদিকদের ক্যামেরার নজর পড়তেই পড়িমরি করে দৌড়ে পালিয়ে বাঁচলেন অনেকেই।
আবার অনেকেই হলেন ক্যামেরা বন্দী। লজ্জা এড়াতে মুখ ঢাকলেন কেউ কেউ। কেন ছাপ্পা ভোট? স্পিকটি নট ভূয়ো ভোটারদের।
যদিও পুলিশের লাঠির ভয়ে মঙ্গলবারের মতো রণক্ষেত্রের চেহারা নেয়নি গোসানিমারির ফুটবল ময়দান। এই শুধু ভুয়ো ভোট দিয়ে যদি নিজের পছন্দের প্রার্থী টিকিট পায় তারই মরিয়া প্রচেষ্টা মাত্র।
এদিন পুলিসের মারের ভয়ে সবাই যেন কেমন ভদ্র শান্তশিষ্ট। যেন ভাজা মাছ উল্টে খেতে তারা জানে না। অথচ মঙ্গলবার দিনই আসল রুপ দেখেছে সিতাই বিধানসভার সাধারণ মানুষ।
প্রশ্ন উঠছে নিজেদের দলীয় ভোটেই যদি ছাপ্পা ভোটের রমরমা কারবার হয়। তবে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের হাল কী হবে সেই বিষয়েই আগাম আভাস আঁচ করতে পারছে বাম, বিজেপি সকলেই।
video link: https://youtu.be/ryalgkXJKOw
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊