Dinhata Rail Yatri Samiti took initiative for overall development of railway in Cooch Behar district
দিনহাটা রেল যাত্রী সমিতির তরফে দিনহাটা রেল স্টেশন মাস্টারকে ২রা এপ্রিল, ২০২৩ গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অত্যন্ত জনপ্রিয় বামনহাট - শিলিগুড়ি জংশন (ফালাকাটা হয়ে) ডেমু পেসেন্জার জরুরি ভিত্তিতে পুনরায় চালু, উত্তরবঙ্গ এক্সপ্রেসে এল. এইচ. বি. কোচ লাগিয়ে আসন সংখ্যা বৃদ্ধি ও কোচবিহার ও দেওয়ানহাট স্টেশনে এর ১ মিনিট স্টপেজ, বামনহাট থেকে দিল্লি গামি মহানন্দা ট্রেন চালানো ও আরো ৪ দফা দাবিপত্র ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে পাঠানো হয় স্টেশন এস. এস. এর মাধ্যমে।
দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ বলেন- "ভবিষ্যতে এই স্মারকলিপির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, জি. এম., মালিগায়ের কাছে পাঠানো হবে।
দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ, অন্যতম সদস্য শ্রী সুশান্ত সূত্রধর প্রমূখ আরও জানান 'অফিস টাইমে অন্তত দুই জোড়া লোকাল ট্রেন প্রয়োজন। ভবিষ্যতে আরো গণসাক্ষর সংগ্ৰহ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি, প্রয়োজনে শান্তি পূর্ন ভাবে পথসভা ইত্যাদি করা হবে।
এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক (ড.) রাজা ঘোষ, অন্যতম সদস্য সুশান্ত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক শিক্ষক গনেশ চৌধুরী, শিক্ষক চয়ন সরকার প্রমূখ।
সহযোগী সংগঠন 'একলাখি বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি র' সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন জি. এম. মালিগায়ের কার্যালয়ে ২ তারিখের স্মারকলিপির প্রতিলিপি পাঠানোর জন্য!
যুগ্ম আহ্বায়ক গনেশ চৌধুরী বলেন "সরাসরি দক্ষিণ ভারত ও অসমের সাথে রেলের মাধ্যমে দিনহাটাকে সংযুক্ত করা প্রয়োজন। আবার দিনহাটা স্টেশনে টিকিট চেকিং ঠিক ঠাক হওয়া দরকার।"
শিক্ষক চয়ন সরকারের এর মতে "দিনহাটা কলেজ হল্ট, গীতলদহ, ভেটাগুড়ি ও দিনহাটা স্টেশনের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন দরকার। এছাড়াও তত্কাল কাউন্টার টিকিটের সঠিক ও শৃঙ্খলাবদ্ধ ভাবে বন্টনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊