IPL 2023: ওয়ার্নার এর অর্ধশতরান সত্ত্বেও ৫০ রানের বড়ো ব্যবধানে হার দিল্লির
নিয়মিত অধিনায়ক রিসভ প্যান্ট না থাকাটা দিল্লি শিবিরের জন্য যে বড়ো ধাক্কা সেটা আগেই বোঝা গিয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে সেই অভাবটা আরও স্পষ্ট। লখনৌ এর কাছে ৫০ রানের বড়ো ব্যবধানে পরাজিত হলো দিল্লি।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে লখনৌ সুপার জায়ান্টস। শুরুতে কাইল মেয়ারস এর ঝড়ে ১১ ওভারেই ১০০ রানের গন্ডী অতিক্রম করে লখনৌ। কাইল ৭টি ছয় ও ২টি চারের সাহায্যে মাত্র ৩৮ বলে ৭৩ রান করে অক্সর প্যাটেলের বলে আউট হন। অধিনায়ক লোকেশ রাহুল রানের খরা অব্যাহত রেখে ১২ বলে ৮ রান করে আউট হন। এরপর শেষদিকে পুরান (২১ বলে ৩৬) ও আয়ুস বাদানি (৭ বলে ১৮) দের সৌজন্যে দিল্লির সামনে বড়ো টার্গেট দেয় লখনৌ। দিল্লির হয়ে ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ এবং চেতন সাকারিয়া।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। মার্ক উডের আক্রমণের সামনে ডেভিড ওয়ার্নার একদিক ধরে রাখলেও পৃথ্বী (১২), মিশেল মার্শ (০), সরফরাজ (৪) দের ব্যর্থতা চোখে আঙুল দেখিয়ে দেয় রিসভ প্যান্টের অভাবটা। মাঝে রিলি রুশো (২০ বলে ৩০) কিছুটা চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
১৬ তম ওভারের শেষ বলে যখন ডেভিড ওয়ার্নার (৪৮ বলে ৫৬) আউট হন তখন দিল্লির জয়ের জন্য প্রয়োজন ২৪ বলে ৮১ রান, যা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রানে থেমে যায় দিল্লীর ইনিংস।
লখনৌ এর হয়ে ৫টি উইকেট নিয়েছেন মার্ক উড। ২টি করে উইকেট পেয়েছেন আবেশ খান এবং রবি বিষ্ণই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊