This Saudi Arabian desert is in full bloom

This Saudi Arabian desert is in full bloom


সৌদি আরবের রাক সীমান্তের কাছে রাফা (Rafha) অঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে ফুটে আছে সুগন্ধি ফুল। দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এখানে।


কিন্তু এমন মরু অঞ্চলে এমন ফুলের সমাহার কেন? সৌদি আরবে ‘বুনো ল্যা’ভেন্ডার’ নামে পরিচিত সৌদি আরবের ম’ক্কা নগরী ও তার আশপাশের পাহাড়গুলোতে ভারি বৃষ্টিপাত এবং গত ডিসেম্বরের আকস্মিক বন্যার পর সবুজ হয়ে ওঠার খবর জানা গিয়েছিল জানুয়ারিতেই। অন্য বছরের তুলনায় এবারের শীতে বৃষ্টিও বেশি হয়েছে দেশটিতে। এর প্রভাবে দেশটির উত্তরাঞ্চলের বিশাল-বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে।

This Saudi Arabian desert is in full bloom



সংবাদমাধ্যম অল মনিটরস এক প্রতিবেদনে জানায়, সৌদির রাফা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এই অঞ্চলটি সৌদি-ইরাক সীমান্তের কাছাকাছি।

This Saudi Arabian desert is in full bloom

বার্তা সংস্থা এএফপির সঙ্গে ওই অঞ্চলে ঘুরতে আসা ৫০ বছর বয়সি অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মাদ আল মুতাইরির কথা হয়েছে। তিনি ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে রাফা এসছেন। তিনি বলেন, “সৌদি আরবে এমন দৃশ্য দেখতে পাব, এমনটা আমরা আশাও করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে।”