Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Scam : নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, অর্পিতার পর এবার হৈমন্তি !

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, অর্পিতার পর এবার হৈমন্তি ! 


haimanti



নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা বের হওয়ার পর উঠে এলো আর এক নারীর নাম। তার কাছেো রয়েছে নিয়োগ দুর্নিতির টাকা !

নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া দাবি ইডির। ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ বৃহস্পতিবার দাবি করেন, ‘যা টাকা আছে, সব হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে।"

কিন্তু কে এই হৈমন্তী? কিভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন এই নারী? নাম প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে! যদিওবা জানা যায়, এই নারী আর কেউ না, এনি হলে গোপাল দলপতির স্ত্রী । এরপরেই শোরগোল রাজ্য-রাজনীতিতে। ইতিমধ্যেই হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly) সম্পর্কে সমস্ত তথ্য খুঁজতে শুরু করেছেন তদন্তকারীরা।

Haimanti Ganguly


তবে গোপাল দলপতি বা হৈমন্তীদেবী—কারও হদিশ এখনো পায়নি তদন্তকারী সংস্থা। তবে তারা জেনেছে, মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত ওই তরুণীর সঙ্গে রাজ্যের শাসক দলের প্রভাবশালী অংশের ভালো যোগাযোগ রয়েছে।

গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেকে মডেল-অভিনেত্রী বলেও দাবি করেছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ‘BIO’ তেও লেখা আছে, তিনি একজন মডেল ও অভিনেতা। অন্যদিকে, হাওড়ার বাকসাড়া রোডে হৈমন্তীর বাপের বাড়ি। সেখানেই থাকেন হৈমন্তীর পরিবার। পরিবারের অমতেই প্রেম করে বিয়ে করেছিলেন হৈমন্তী। পরিবারে বলতে হৈমন্তীর বাড়িতে থাকেন তাঁর বাবা-মা ও ছোট বোন। হৈমন্তীর পরিবারের দাবি। ১০ দিন আগেও বাড়ি এসেছিল তিনি।

Haimanti Ganguly

অপরদিকে জানা গেছে, গোপাল দমদমে অঙ্কের টিউশন করতেন। সেখান থেকেই শিক্ষা জগতের কিছু লোকজনের সঙ্গে তাঁরতাঁ পরিচয় হয়। বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে দেওয়া বা সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলতে শুরু করেন। এর ফলে আর্থিকঅবস্থা কিছুটা ভালো হলে তিনি দমদম ছেড়ে বেহালায় চলে আসেন। সেখানে তার সঙ্গে যুবনেতা কুন্তল, তাপস মণ্ডল সহ নিয়োগ দুর্নীতির অন্যান্য মাথাদের পরিচয় হয়। ২০১৬ সাল থেকে পুরোপুরি ‘দুর্নীতি’তে নেমে পড়েন গোপাল। অযোগ্যদের কাছ থেকে পাওয়া সেই টাকা গচ্ছিত রাখা হতো হৈমন্তীদেবীর কাছে। বেনামি কোম্পানিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code