Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News : গৌহাটি থেকে বাগডোগরা যাবার পথে হেলিকপ্টারের জরুরী অবতরণ

Helicopter emergency landing : হেলিকপ্টারের জরুরী অবতরন


Helicopter emergency landing




বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। সাথে সাথে খবর দেয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। খবর যায় রাজগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে পুলিশ আধিকারিকেরা। জানা গেছে হেলিকপ্টারটি গৌহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল। পাইলট সহ মোট ৩ জন ছিল।

অপরদিকে গ্রামে হেলিকপ্টার নামার খবর পৌছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের কাছে। তিনিও ছুটে যান এলাকায়।

Helicopter emergency landing


রবার্ট নামে এক স্থানীয় বাসিন্দা জানালেন প্রথমে আমাদের চা বাগানের ওপর দিয়ে দুই চক্কর কাটে হেলিকপ্টারটি। এরপর নিচে নেমে পড়ে। বেরিয়ে আসেন পাইলট। তিনি আমার কাছ থেকে স্থানীয় পুলিশ স্টেশনের ফোন নম্বর চাইলে আমি উনাকে দিয়ে দেই। এরপর উনি থানায় যোগাযোগ করেন। পাইলট ছাড়াও হেলিকপ্টারে আরও দুজন ছিল। খবর চাউর হতেই হাজার হাজার গ্রামবাসী চলে আসে। এখন পুলিশ এসেছে।




রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে জানা গেছে সন্ধ্যা লাগায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারনে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরী অবতরন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code