Google Removed 12 Popular Apps: ১২টি জনপ্রিয় অ্যাপকে নিষিদ্ধ করল গুগুল

Google Removed 12 Popular Apps: ১২টি জনপ্রিয় অ্যাপকে নিষিদ্ধ করল গুগুল


play store logo



আবারও গুগুল নিষিদ্ধ করলো ১২ টি জনপ্রিয় অ্যাপ । প্লে-স্টোর (Play Store) থেকে ১২টি জনপ্রিয় Android অ্যাপকে (App) নিষিদ্ধ করে সরিয়ে দিল গুগুল (Google)। সেই সঙ্গে Android ব্যবহারকারীদের অবিলম্বে তাঁদের ফোন থেকে এই অ্যাপগুলি ডিলিট (delete) করে দেওয়ার পরামর্শ দিয়েছে গুগুল।


এই অ্যাপগুলি কয়েকলক্ষ বার ডাউনলোড (downloaded) হয়েছে, অনেকে গেমের অ্যাপ মনে করে এখান থেকে অনেক বিপজ্জনক ওয়েবসাইটে ক্লিক করছেন বলে গুগুল জানিয়েছে। তাই অতিদ্রুত ইন্সটল হওয়া এই ১২ টি অ্যাপ ডিলিট করতেও বলেছে গুগুল। 


নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি হল- গোল্ডেন হান্ট (Golden Hunt), রিফ্লেকটর (Reflector), সেভেন গোল্ডেন উলফ ব্ল্যাকজ্যাক (Seven Golden Wolf blackjack), আনলিমিটেড সোর (Unlimited score), বিগ ডিসিশনস, জুয়েল সি, লাক্স ফ্রুটস গেমস, লাকি ক্লোভার, কিং ব্লিটজ, লাকি স্টেপ এবং ওয়াকিং জয় ও লাকি হ্যাবিট।

Post a Comment

thanks