প্রেমিকা ঠোঁটে ঠোঁট রাখা ছবি পোস্ট করে-বিয়ে হবে কিনা সন্দেহ প্রকাশ, অঙ্কুশের পোস্ট ভাইরাল
আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের ১৩ বছর। আর এতদিন ধরে চলা সম্পর্ক নিয়ে ১৩ বছর পূর্ণ করার ঠিক আগ মুহূর্তেই ঐন্দ্রিলার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অঙ্কুশ। শোনালেন বিষাদের কথা! এই দীর্ঘ সময়ের সম্পর্ক বাস্তবরুপ নাও পেতে পারে এমনটাই জানালেন অঙ্কুশ তাঁর ফেসবুক পোস্টে।
এদিন প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখার ছবি শেয়ার করে অঙ্কুশ লিখলেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।'
সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেওয়ার সঙ্গেই বলে দেন যে, তাঁর জীবনে ঐন্দ্রিলার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। বোঝাই যাচ্ছে যে, অঙ্কুশ ' বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না' লিখেছেন নিছকই মজা করে।
প্রমিস ডে অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়ার দিনেই অঙ্কুশ তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen) নিয়ে (Ankush-Oindrila) আদর মাখা আবেগি পোস্ট করলেন ফেসবুকে। যা কার্যত ভাইরাল হয়ে গেল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊