SSC Scam: ফের কড়া হাইকোর্ট, গাজিয়াবাদ থেকে উদ্ধার OMR প্রকাশের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর 


highcourt



এসএসসি গ্রুপ ডি মামলায় (SSC Group D Case) কড়া বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় একের পর এক অনেকেই গ্রেফতার হয়েছেন। এর মধ্যে মূল মাথাদের ধরার দাবি তোলে বিরোধীরা। বিরোধীদের তরফে দাবি উঠেছে, 'কেন মাথাগুলিকে ধরা হচ্ছে না ?' এর মাঝেই আজ ফের কড়া বার্তা দিলেন বিচারপতি। ইতিমধ্যেই 'ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন, কাকে টাকা দিয়েছে ? কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে (CBI)', এসএসসি গ্রুপ ডি মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।



এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া প্রতিক্রিয়া দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার আদালতে এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?', 'সব অবৈধ চাকরিপ্রাপকদের সরিয়ে দিলে শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব ? এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?', এসএসসিকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।




এদিন গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডি-র ৪ হাজার ৪৮৭টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি। ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।



স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গ্রেফতার হয়েছেন অনেকেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই গ্রেফতার হয়েছেন।