Latest News

6/recent/ticker-posts

Ad Code

Children Suggestion Box - মনের কথা, শিক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ সমগ্র শিক্ষা মিশনের

Children Suggestion Box - মনের কথা 


Children Suggestion Box



ছাত্রছাত্রীদের জন্য নয়া উদ্যোগ সমগ্র মিশনের। 'মনের কথা' নামের এক নয়া উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন। স্কুল, মাদ্রাসা, এসএসকে, এমএসকে স্কুল গুলিতে ছাত্রছাত্রীদের অভিযোগ, সাজেশন সহ অন্যান্য তথ্য তুলে ধরতে পারবে ছাত্রছাত্রীরা। যার নাম দেওয়া হয়েছে "Children Suggestion Box" মনের কথা। খুব শীঘ্রই প্রধান শিক্ষকদের শিক্ষার্থীদের এই মনের কথা সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।




শুধু তাই নয় চিলড্রেন সাজেশন বক্স-মনের কথা সম্পর্কে একাধিক বিষয় মনে রাখতে বলা হয়েছে-

চিলড্রেন সাজেশন বক্সে প্রত্যেক শিক্ষার্থীর সুযোগ থাকতে হবে

তারা ও চাবি ব্যবহার করতে হবে

শিশুদের দেওয়া সাজেশন প্রধান শিক্ষককে এক সপ্তাহের মধ্যে রিভিউ করতে হবে

1098 নম্বরটি সাজেশন বক্সে এনক্রিপ্ট করার কথাও বলা হয়েছে।



চিলড্রেন সাজেশন বক্স-মনের কথায় শিক্ষার্থীরা নিজের সাজেশন দিতে পারবে জানাতে পারবে নিজের অভিযোগ। তাঁর ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রধানকে বিষয়টি নিয়ে রিভিউ করতে হবে। এমনটাই সূত্রের খবর। সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগ সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যে জেলার স্কুল, মাদ্রাসা, এসএসকে, এমএসকে স্কুল গুলিতে নোটিশ আকারে পাঠানো হয়েছে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code