Accident News : বাস উল্টে জখম পনেররও বেশি, নিহত ১
যাত্রী বোঝাই বাস উল্টে আহত পনেরোও বেশি,নিহত ১জন । শনিবার বিকেলে নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গাজলঘাঁটির খাঁটা পেট্রোল পাম্পের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে বাঁকুড়া থেকে রানীগঞ্জগামী সেফালী নামক একটি বেসরকারি বাস গঙ্গাজলঘাটির খাঁটা পেট্রোল পাম্প সংলগ্ন বাঁকে একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
তড়িঘড়ি ঘটনাস্থলেও উপস্থিত হন গঙ্গাজলঘাটি থানার পুলিশ এবং তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও অমরকানন গ্রামীণ হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হলেও,দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত অবস্থায় বাইক আরোহীকে বাঁকুড়া সন্মেলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। জানা যায় মৃত বাইক আরোহীর নাম বছর সাতাশের সৌরভ পাল,বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊