Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর : ফের চাকরি গেল নবম-দশমের ১০২ জনের, প্রকাশ তালিকা

WBCSSC SCAM : ফের চাকরি গেল নবম-দশমের ১০২ জনের, প্রকাশ তালিকা

WBSSC SCAM



কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের চাকরি গেল আরও ১০২ জন শিক্ষকের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (wbcssc) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর যে রায় দিয়েছিল তার ভিত্তিতে পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করা হল।


পর্ষদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি সুব্রত ঘোষ। কলকাতা হাইকোর্টের কোন নির্দেশের ভিত্তিতে এই শিক্ষকদের চাকরি থেকে সরানো হচ্ছে তার বিস্তারিত উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।


বিজ্ঞপ্তিতে নাম, রোল, অ্যাপ্লিকেশন আইডি, বিষয়, মেমো নাম্বার এবং কবে থেকে তিনি স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন সমস্ত তথ্যই রয়েছে এই লিস্টে।

দেখে নিন সেই তালিকা-

WBCSSC SCAM

WBCSSC SCAM

WBCSSC SCAM



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code