Breaking : 5.17 মিনিটে ভূমিকম্প
এবার কেঁপে (earthquake) উঠলো হিমাচল প্রদেশ। ভোর বেলায় হওয়া ভূকম্পে (earthquake) আতঙ্ক ছড়িয়েছে।
আজ সকালে হিমাচল প্রদেশে ভূমিকম্প (earthquake) হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ধর্মশালায় এই ভূমিকম্পের (earthquake) তীব্রতা রিখটার স্কেলে ৩.২ রেকর্ড করা হয়েছে। ধরমশালা থেকে 22 কিলোমিটার পূর্বে 5.17 মিনিটে ভূমিকম্প হয়।
An earthquake with a magnitude of 3.2 on the Richter Scale hit 22km East of Dharamshala, Himachal Pradesh at 5:17 am today: National Centre for Seismology pic.twitter.com/WPj0JWi47y
— ANI (@ANI) January 14, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊