Mahammad Siraj: ICC-এর ওয়ানডেতে নজর কাড়ল সিরাজ, ক্রম তালিকায় শীর্ষস্থান দখল ভারতীয় পেসারের
বিশ্বকাপের আগে ভারতকে অক্সিজেন জোগাবে মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স। ওয়ান ডে ক্রম তালিকায় উপরে উঠে এল মহম্মদ সিরাজ। বাকিদের পিছনে ফেলে আইসিসির ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন ভারতীয় পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সমাপ্ত সিরিজে পাঁচটি উইকেট তুলে নেন সিরাজ। যদিও তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচই খেলেছেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ন’টি উইকেট নেন। ২০ ম্যাচে ৩৭ উইকেটের মালিক তিনি। আর ভালো পারফরমেন্সের জন্য র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন ২৮ বছরের তারকা পেসার। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অজি পেসার জোস হ্যাজেলউডকে টপকে গিয়ে প্রথমবার শীর্ষে ভারতের সিরাজ (Mohammad Siraj)।
সিরাজের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিও। ৩২তম স্থানে রয়েছেন শামি। ১১ ধাপ উঠে এসেছেন। বিশ্বকাপের আগে ভারতীয় পেসারের এই সাফল্য মে দলকে নয়া অক্সিজেন জোগাবে তার বলাইবাহুল্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊