Latest News

6/recent/ticker-posts

Ad Code

babita sarkar ssc : এবার আদালতের নির্দেশে বিপাকে ববিতা!

babita sarkar ssc :  এবার আদালতের নির্দেশে বিপাকে ববিতা!


High Court, Primary Education
Calcutta High Court


babita sarkar ssc :  

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় খবর। এবার বিপাকে ববিতা। রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর সেই চাকরি পায় ববিতা আর এবার সেই ববিতার চাকরি নিয়েও তৈরি হয়েছে ঝামেলা। জানা গিয়েছে, ববিতার অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ভুলের কারণে অঙ্কিতা অধিকারীর চাকরি পায় ববিতা নয়তো এই চাকরি পেতে শিলিগুড়ির অনামিকা রায়। সম্প্রতি ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ওই চাকরি প্রার্থী।




আজ সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ, ববিতার পাওয়া টাকা চার পাঁচ দিনের মধ্যে একটি আলাদা অ্যাকাউন্টে গচ্ছিত রাখতে হবে। তবে শিক্ষিকা ববিতার চাকরি থাকবে কি না, তা নিয়ে এখনই কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাই কোর্ট।



এদিন বিচারপতি বলেন, ‘‘এখনই ববিতার চাকরি নিয়ে কোর্ট কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। এসএসসি এবং ববিতাকে হলফনামা জমা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code