School Holiday: গরম থেকে দুর্গাপূজা, ২০২৩-এ কবে কবে বন্ধ স্কুল, তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের

School Holiday





২০২৩ সালের ছুটির তালিকা (2023 Holiday List) প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। ২০২৩ শিক্ষাবর্ষে গ্রীষ্মকালীন ছুটি থেকে দুর্গোৎসব কবে কতদিন মিলবে বিদ্যালয়ে ছুটি তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। তালিকা অনুযায়ী প্রথম পর্বে ১৪ দিন, দ্বিতীয় পর্বে ১৮ দিন ছুটি থাকবে স্কুলগুলি। পাশাপাশি তালিকা অনুযায়ী দ্বিতীয় পর্বে গ্রীষ্মবিকাশ অবকাশ থাকবে ১০দিন। আর তৃতীয় পর্বে ৩৩ দিন বন্ধ থাকবে স্কুল গুলি। এর মধ্যে রয়েছে ২৬ দিনের পুজাবকাশ। সব মিলিয়ে ছুটির মেজাজে নিজেদের মতো সময় কাটাতে এখনি করতে পারেন পরিকল্পনা। 



তিন পর্যায়ে মোট ৬৫ দিনের ছুটির পাশাপাশি আরো কিছু ছুটি রয়েছে। সম্প্রদায়গত ছুটি ও বিশেষ এলাকা বিশেষ ছুটির তালিকাও দেওয়া রয়েছে। ৫ই সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে পালনীয় দিন হিসেবে বলা হয়েছে তালিকায়। 



দেখুন ছুটির পূর্ণাঙ্গ তালিকা: 

School Holiday


School Holiday



School Holiday


পর্ষদের তরফে আরো জানানো হয়েছে এটি ২০২৩ সালে মডেল ছুটির তালিকা। তবে, ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগ সহ আঞ্চলিক উৎসব, প্রথার বিভিন্নতা সহ কিছু কারণে ছুটির দিন গুলো পরিবর্তিত হতে পারে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য ৯ দিন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ১৩ দিন ছুটি ধার্য করা হয়েছে।