Latest News

6/recent/ticker-posts

Ad Code

জয় মাতাজির মন্দিরে চুরি, চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য

জয় মাতাজির মন্দিরে চুরি, চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য


jay matarani



রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্ক অঞ্চলে জয় মাতাজির মন্দিরে চুরি,চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।জনবসতিপূর্ণ এলাকায় পোস্ট অফিসের সামনেই অবস্থিত জয় মাতাদির মানে বৈষ্ণবদেবী মাতার মন্দিরে চুরির ঘটনা ঘটে গতকাল রাতে।স্থানীয় সূত্রে জানা যায় দুস্কৃতিরা মন্দিরের কোন রাস্তা দিয়ে প্রবেশ করে সেইসব জানা নেই।তবে মাতাদির মন্দিরে লাগানো সিসিটিভির স্টোরেজ হার্ডডিক্স ভেঙ্গে দুষ্কৃতীরা প্রবেশ করে মন্দির চত্বরে এবং মায়ের শরীরের সোনা- রুপোর অলংকার সহ দান বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেয়।

jay matarani

তবে মন্দিরের পুরোহিত বলেন প্রতিদিনের মত সন্ধ্যা আরতি করে মন্দির বন্ধ করে বাড়ি যান সকালে পুজো করতে এসে দেখেন মন্দিরে তালা ভাঙ্গা। নেই মায়ের মধ্যে শরীরে অলংকার। দানবাক্স এবং আলমারি ভাঙ্গা রয়েছে। খবর দেওয়া হয় রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে।

পুলিশ ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করে। এলাকার সমস্ত সিসিটিভি গুলি খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code