পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে গোটা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল State Achievement Survey ( SAS) 2022.

student and madam




নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য, ১২/১২/২০২২: 

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে গোটা রাজ্যের ৭২৫ টি চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত প্রাথমিক, এস এস কে, এম এস কে ,ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে মোট ১০৮৭৫ টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল State Achievement Survey ( SAS) 2022 পরীক্ষা । তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উপর এই পরীক্ষা নেওয়া হয়।



NAS ( National Achivement Survey)-র মতোই এবছর ডিসেম্বর থেকে SAS (State Achivement Survey) পরীক্ষা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষার্থীদের লেখাপড়ার মান নির্ণয় এবং শিক্ষার মান উন্নয়নই এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা SAS -এর মূল উদ্দেশ্যে।


প্রসঙ্গত National achievement survey এর অনুপ্রেরণায় ছাত্র ছাত্রীদের Expected learning outcomes কতটা বৃদ্ধি পেয়েছে তা যাচাই করার জন্য এই পরীক্ষা। গত ২০২১ NAS পরীক্ষায় পশ্চিমবঙ্গ গোটা রাজ্যে ৭ ম স্হান দখল করে। এমতাবস্থায় ছাত্র ছাত্রীদের মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা যাচাই জন্য আজকের SAS পরীক্ষা।

আজ দিনহাটা ২ং ব্লকের অন্তর্গত দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক,এস এস কে,এম এস কে,ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে মোট ১৫ টি শিক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।

এই পরীক্ষা প্রসঙ্গে শ্রী পঞ্চানন নতুন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুর জামান জানান " করোনার পর ছাত্র ছাত্রীদের কতটা বিকাশ সাধন হয়েছে তা মূল্যায়নের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ছিল। "