School Service Commission এর তালিকাকে চ্যালেঞ্জ, অবশেষে ডেকে পাঠালো কমিশন 

kolkata high court




স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের (Kolkata High court) নির্দেশে এবার ৯ জন শিক্ষককে ডেকে পাঠাল SSC। সোমবার সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই ৯ জনকে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে। সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে।


কলকাতা হাইকোর্টের (Kolkata High court) নির্দেশ, ওই ৯ জনকে নিয়ে বৈঠক করতে হবে কমিশনকে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সেই ৯ জনের আইনজীবী, কমিশনের (School Service Commission) চেয়ারম্যান ও কমিশনের (School Service Commission) আইনজীবী। আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

School Service Commission


প্রসঙ্গত ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছে কমিশন (School Service Commission), যাদেরকে অবৈধ ভাবে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু, এসএসসি-র (School Service Commission) দেওয়া সেই তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Kolkata High court) দ্বারস্থ হয়েছেন ৯ জন শিক্ষক। তাঁদের দাবি, ওই তালিকায় তাঁদের নাম থাকার কথা নয়। আদালতের নির্দেশে সেই ৯ জনকে এবার ডেকে পাঠানো হল কমিশনের দফতরে। আগামী সোমবার সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই ৯ জনকে কমিশনের (Kolkata High court) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে।