SBI PO ADMIT CARD: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন SBI PO এর, Click Here Download Now
State Bank of India এর Probationary Officers পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে। ১৬৭৩ শূন্যপদে নিয়োগের এই পরীক্ষার অ্যাডমিট কার্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.sbi.co.in থেকে ডাউনলোড করা যাবে।
মে সকল প্রার্থী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবোশনারি অফিসার পদে আবেদন করেছেন তাঁদের ইমেইল ও মোবাইল নং -এ বার্তা পাঠায়ে পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে। আপনি যদি আবেদন করেছেন তবে এখনি আপনার ইমেইল ও মেসেজ বক্স চেক করুন।
SBI PO ADMIT CARD DOWNLOAD LINK:
SBI OFFICIAL WEBSITE:
SBI PO ADMIT CARD DOWNLOAD পদ্ধতি
- প্রথমে SBI এর অফিশিয়াল ওয়েবসাইট www.sbi.co.in এ যান
- এরপর, Carrer অপশনে যান
- সেখানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলবে
-সেখানে Latest Announcement এ “Recruitment of Probationary Officers (Advertisement No. CRPD/ PO/2022-23/18)” এ ক্লিক করুন
-এরপর, রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিন
- এরপর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊