Latest News

6/recent/ticker-posts

Ad Code

Picnic : বড়দিনে পর্যটকদের ভীড় জমলো পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে

Picnic : বড়দিনে পর্যটকদের ভীড় জমলো পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে

mython



রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

শীতের মরশুম, সাথে ২৫শে ডিসেম্বর বড়দিন। আর তাই আসানসোলের অন‍্যতম পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে পর্যটকদের ভীড়।

রবিবার ২৫শে ডিসেম্বর বড়োদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাইথন জ্বলাধারে পিকনিকের আমেজে দেখা গেলো পর্যটকদের। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা পিকনিক করতে আসে মাইথন জলাধারে, ঠিক তেমনই পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের আগমন ঘটে।

পর্যটকরা সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝে থাকা মাইথন জলাধারে নৌকাবিহারে মেতে ওঠে। বলতে গেলে মনোরম পরিবেশে পিকনিকের আমেজ পর্যটকদের আগমনে জমজমাট হয়ে ওঠে মাইথন পর্যটন কেন্দ্র।

একইসাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয় মাইথন পর্যটন কেন্দ্রে। পাশাপাশি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে স্বেচ্ছাসেবক এবং সহয়তা শিবির করা হয়। যেন দূরদুরান্ত থেকে আগত মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসা পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করতে পারে, তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code