Latest News

6/recent/ticker-posts

Ad Code

Non-teaching staff: ১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে?

১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে?

১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে?



চাকরি বাতিলের পথে ১৬৯৪ শিক্ষাকর্মীর। রাজ্যের বিভিন্ন জেলার স্কুল গুলিতে শিক্ষাকর্মী পদে কর্মরত ১৬৯৪ কর্মীর নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে আগেই। এবার জেলা পরিদর্শকদের মারফত সেই ১৬৯৪ কে এবিষয়ে অবগত করা হল। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের জানানো হল। রাজ্যজুড়ে ২০১৮-এ ১৬৯৪ নিয়োগ পেয়েছিল শিক্ষাকর্মী পদে।




একের পর এক যখন শিক্ষক-শিক্ষিকার চাকরি বেআইনি সুপারিশে হয়েছে বলে নজরে আসছে এই পরিস্থিতিতে এবার গ্রুপ ডি কর্মীর (Group D Scam) চাকরি যাওয়ার আভাস মিলছে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন হাই স্কুল ও জুনিয়ার হাই স্কুলে কর্মরত গ্রুপ ডি-র (Group D Scam) কর্মীদের ১৬৯৪ জনের নাম রয়েছে সেই তালিকায় এমনটাই জানা যাচ্ছে।




রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এনিয়ে প্রত্যেক জেলা পরিদর্শকের দপ্তরে জানিয়ে দিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ। এরপরেই কোচবিহার জেলা পরিদর্শকের দপ্তর সংশ্লিষ্ট স্কুল গুলোকে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। জেলা পরিদর্শক দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সংশ্লিষ্ট স্কুলের গ্রুপ ডি কর্মীকে আগামী ৩ দিনের মধ্যে আদালত থেকে পাওয়া ১৬৯৪ জনের তালিকা ও রায়ের কপি দিতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code