Neha Sharma: Besharam Rang Controversy


Neha Sharma


শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির বেসরম রঙ গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে ঝড় উঠেছে। তৈরি হয়েছে একাধিক বিতর্ক। বিতর্ক ভুলে গেরুয়া বিকিনিতে এবার নেহা শর্মা‌।

Neha Sharma



গোয়ার সমুদ্র সৈকত থেকে গেরুয়া বিকিনি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নেহা শর্মা। এই মুহূর্তে গোয়াতেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। একাধিক পোজে ছবি পোস্ট করেছেন নেহা।

Neha Sharma




অনেকেই নেহার পোস্ট করা ছবির নিজেই 'গেরুয়া' বিতর্কে টেনে নানান মজাদার কমেন্ট করেছেন। নেহার ছবি জুড়ে কমেন্টের বন্যা।

Neha Sharma



একজন মন্তব্য করেছেন, 'ভগবানের নামে অপমান হিন্দুস্থান মেনে নেবে না...', 

Neha Sharma



অন্য একজনের মন্তব্য, 'ভগবানের রং পরে শরীর দেখাচ্ছো!' কেউ লিখেছেন, 'আবার গেরুয়া বিকিনি!', কারোর কথায়, 'আমি আসছি, হাতেনাতে ধরব...'

Neha Sharma



গেরুয়া বিকিনি নিয়ে একাধিক বিতর্ক হলেও পাঠানের বেসরম রং ঝড় তুলেছে। প্রচুর ভিউ হয়েছে।