FIFA WC: একনজরে দেখেনিন যে দলগুলো পরপর দুই বা তার বেশিবার ফাইনালে উঠেছে
ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। ১৮ ডিসেম্বর (রবিবার) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। 1998 এবং 2018 সালে চ্যাম্পিয়ন হয়। একই সময়ে, 2006 সালে ইতালির কাছে পরাজিত হয়।
মরক্কোকে হারিয়ে আফ্রিকান ও আরব দেশগুলোর স্বপ্ন ভেঙেছে ফ্রান্স। মরক্কো প্রথম আফ্রিকান দল যারা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। শনিবার (১৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ থাকবে সেখানে।
ফ্রান্সের হয়ে দুটি গোল করেন থিও হার্নান্দেজ ও রান্ডাল কোলো মুয়ানি। এই ম্যাচে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, আন্তোইন গ্রিজম্যান, অলিভিয়ের গিরুদ এবং উসমানে দেম্বেলের মতো তারকা খেলোয়াড়রা।
পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। দলের হয়ে প্রথম গোলটি করেন থিও হার্নান্দেজ। হার্নান্দেজ মরোক্কোর গোলরক্ষক বুনুকে কাছ থেকে বল ফেলে দেন গোলপোস্টে। ৭৯তম মিনিটে দলের লিড দ্বিগুণ হয়। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রান্ডাল কোলো মুয়ানি। বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় বলটি গোলপোস্টে ঢুকিয়ে দেন তিনি।
2002 সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে একটি দল পরপর দুটি ফাইনাল খেলবে। এরপর টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলছিল ব্রাজিল। 1994 সালের পর 1998 ও 2002 সালে শিরোপা খেলায় জায়গা করে নেয়। ব্রজিল 1994 এবং 2002 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ফ্রান্স 1990 সালের পর ইউরোপের প্রথম দল যারা পরপর দুটি ফাইনালে অংশ নেয়। জার্মানি 1982, 1986 এবং 1990 সালে ফাইনাল খেলেছিল।
একনজরে দেখেনিন যে দলগুলো পরপর দুই বা তার বেশিবার ফাইনালে উঠেছে
ইতালি: 1934, 1938
ব্রাজিল: 1958, 1962
নেদারল্যান্ডস: 1974, 1978
জার্মানি: 1982, 1986, 1990
আর্জেন্টিনা: 1986, 1990
ব্রাজিল: 1994, 1998, 2002
ফ্রান্স: 2018, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊