Duare Sarkar: মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার-এর মুকুটে নয়া পালক, পেল কেন্দ্রের স্বীকৃতি
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার-এর মুকুটে নয়া পালক। দুয়ারে সরকার প্রকল্পকে স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। কেন্দ্রের বিশেষ পুরস্কারে ভূষিত হল দুয়ারে সরকার প্রকল্প। ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রকের প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতে নিল বাংলার এই প্রকল্প। তথ্য়প্রযুক্তি মন্ত্রকের তরফে নবান্নকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।
দুয়ারে সরকার, তৃতীয় বার ক্ষমতায় আসা তৃণমূলের এক বড় হাতিয়ার। একুশের নির্বাচনের প্রাক্কালে 'দুয়ারে সরকার' কর্মসূচীর সূচনা করে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীভাণ্ডার একাধিক প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁঁছে দিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচী। ক্ষমতায় আসার পরেও সেই প্রকল্পকে বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃনমূল সরকার।
এখনও পর্যন্ত এই প্রকল্পের মোট পাঁচটি দফা শেষ হয়েছে এবং প্রায় ৬ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে সফলভাবে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। রাজ্যে মোট ৩ লাখ ৬১ হাজার ক্যাম্প চালানো হয়েছে। দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে।
কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা 'পাবলিক ডিজিট্যাল প্লার্টফম' (Public Digital Platforms - Central Ministries, Departments and States) হিসাবে পুরস্কার পাবে দুয়ারে সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊