Viral Video: বিনা ব্লাউজে নৌকায় নেচে ভাইরাল যুবতী




পড়নে নেই ব্লাউজ, লাল পাড়, সাদা শাড়িতে দোলা রে দোলা রে গানে নেচে ভাইরাল হলেন যুবতী। সম্প্রতি, নাচের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন এক তরুণী। আর ভাইরাল হওয়া ভিডিয়োতেই এই মুহূর্তে মজে রয়েছে গোটা নেট মাধ্যম। যুবতীর নাম শ্রীতমা বৈদ্য।



আজকাল সোশ্যাল মিডিয়া বিনোদনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। রিলিস কিংবা ভিডিওতে নিজের প্রতিভাকে নেট নাগরিকদের কাছে তুলে ধরেন অনেকেই। শ্রীতমার এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।



তাঁর নাচের প্রংশসা করছেন সকলেই। ভিডিওতে দেখা যায় যখন নাচছিলেন তখন নৌকাটাও দুলছিল। দুলতে থাকা নৌকার উপর এক মুহূর্তের জন্যও বিচলিত না হয়ে যেভাবে তিনি তাঁর নৃত্য প্রদর্শন করেছেন, তারই প্রসংশা করেছেন নেটিজেনরা।