Latest News

6/recent/ticker-posts

Ad Code

IGNOU থেকে B.Ed বা PhD করতে চাইলে আজই আবেদন করুন

phd admission


phd admission






বি এড, বি এস সি, পিএইচডি (PhD)-তে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফর্ম প্রকাশ করল ইগনু (ignou)। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২২। যে সমস্ত প্রার্থী ইগনুতে বি এড, বি এস সি, পিএইচডি (PhD) করতে চান তাঁদের ২০ ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।




কীভাবে আবেদন করবেন জেনে নিন।




http://www.ignou.ac.in/ প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।




ওয়েবসাইটে যাওয়ার পরই, হোম পেজ থেকে বি এড, বি এস সি, পিএইচডি (PhD)-প্রবেশিকা পরীক্ষা ২০২৩ এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে।




এর পর প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।




প্রয়োজনীয় তথ্য পূরণের পর অ্যাপ্লিকেশন ফর্মের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে।




টাকা জমা দেওয়ার পর প্রার্থীদের ফর্ম ফিল আপ এর প্রক্রিয়া শেষ হয়ে যাবে।




পিএইচডি (PhD) কোর্সের প্রবেশিকা পরীক্ষার ফর্মের মূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা।




http://www.ignou.ac.in/ এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন ইচ্ছুকশিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code