Draft Voter List: রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের
২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে খসড়া তালিকায় কমে গিয়েছে ভোটার সংখ্যা। এভাবে ভোটার সংখ্যা কমে যাওয়াটা কার্যত নজিরবিহীন। সাধারণত, ভোটার তালিকায় সংশোধনের পর বেড়ে যাওয়ার কথা ভোটারের সংখ্যা। সেখানে, খসড়া তালিকায় কমে গিয়েছে ভোটার সংখ্যা। বুধবারই কৃষ্ণনগরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী, ২০২৩ সালে রাজ্যের ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০। অর্থাৎ একবছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে ১২ হাজার ৫৭৭ জন কমে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। আর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম। এদের মধ্যে অনেকেই মৃত।
খসড়া তালিকায় ভোটার সংখ্যা কমে যাওয়াটাকে বিজেপিরই ষড়যন্ত্র বলে মনে করছে রাজ্যের শাসকদল। বুধবারই কৃষ্ণনগরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, “বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনাদের নিজেদের দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। ভোটার তালিকায় নাম না থাকলে কোনওরকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। রেশন কার্ড থেকে নাম কেটে দেবে। ভোটার তালিকা থেকেও নাম কেটে দেবে।”
খসড়া তালিকাই চূড়ান্ত তালিকা নয়। খসড়া এই ভোটার তালিকা নিয়ে কোনওরকম অভিযোগ থাকলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত কমিশনে অভিযোগ করা যাবে। প্রতি শনিবার ও রবিবার রাজ্যে মোট ৮টি বিশেষ শিবিরের আয়োজন করবে নির্বাচন কমিশন। সেই শিবিরে অভিযোগ জানানো যাবে। এছাড়া ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊