D.L.ED Question Paper Leak: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর সাবধান পর্ষদ
সোমবার পরীক্ষা শুরুর আগেই ডিএলএড-র প্রশ্ন ফাঁসের অভিযোগের পর সাবধান হল পর্ষদ। প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রশ্নের মুখে "প্রশ্ন নিরাপত্তা"। আর তাই আগামী দুদিনের পরীক্ষা ঘিরে বাড়তি সতর্ক পর্ষদ। 'প্রশ্নের' নিরাপত্তার স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
জানা গেছে,
১) সকাল ১১টা ১৫-র আগে পরীক্ষাকেন্দ্রে যাবে না প্রশ্নপত্র। ১১টা ১৫-র পরই পরীক্ষাকেন্দ্রে যাবে প্রশ্ন।
২) পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন নিয়ে যাবেন ভ্যেনু ইনচার্জ।
৩) অন্য কেউ প্রশ্ন নিয়ে যেতে পারবেন না।
৪) বন্ধ ট্রাঙ্ক থেকে প্রশ্ন বের করবেন ভ্যেনু ইনচার্জ।
সোমবার ডি এল এড পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। যদিও 'ষড়যন্ত্র' বলে দাবি করেন পর্ষদ সভাপতি। পর্ষদ সভাপতির প্রতিক্রিয়া "প্রশ্ন ফাঁস হয়নি, ষড়যন্ত্র হয়েছে।" পর্ষদ সভাপতির কথায়, "পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকার ও পর্ষদকে অপদস্ত করছেন।"
কিন্তু, প্রশ্নফাঁসের অভিযোগের পরেই সাবধান হল পর্ষদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊