Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে জেলা স্কুল সাব ইন্সপেক্টররা
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে জেলা স্কুল সাব ইন্সপেক্টররা। জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ১৫ স্কুল সাব ইন্সপেক্টরকে তলব করেছে সিবিআই। সূত্রের দাবি, আগামী ২১ নভেম্বর নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করা হয়েছে তাঁদের।
মুর্শিদাবাদে (Murshidabad) প্রাথমিক স্কুলে কতজনকে বেআইনি ভাবে নিয়োগ? সেবিষয়ে তদন্তে এই স্কুল সাব ইন্সপেক্টরকে তলব করেছে সিবিআই এমনটাই খবর।
বড়ঞা উত্তর, বেলডাঙা পূর্ব, ভরতপুর, ধুলিয়ান, জলঙ্গি, জলঙ্গি উত্তর, কান্দি, কান্দি পূর্ব, খড়গ্রাম, খড়গ্রাম উত্তর, নবগ্রাম, নবগ্রাম পশ্চিম, নওদা দক্ষিণ, সদর পশ্চিম সূতি, সূতি-১ ইন্সপেক্টরকে তলব করেছে সিবিআই।
ডিআইকে চিঠি দিয়ে বলা হয়েছে প্রত্যেককে নির্দিষ্ট দিনে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য। এমনটাই জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊