২০১৪ এর টেটের নম্বর প্রকাশ কবে, আদালতে জানালো পর্ষদ 

Primary TET
Sample Pic



আদালতের চাপে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তারপরেই ২০১৪ সালের টেট এর নম্বর প্রকাশ করার দাবিতে আদালতের দারস্ত হন বেশ কিছু প্রার্থী। তাদের দাবি ছিল কলকাতা হাইকোর্ট ২০১৭ এর পাশাপাশি ২০১৪ সালের নম্বর প্রকাশ করার নির্দেশ দিলেও পর্ষদ বিজ্ঞপ্তিতে ২০১৭ এর টেটের নম্বর প্রকাশ করার উল্লেখ করেছে। অবশেষে আজ সেই মামলা ওঠে আদালতে।


মামলায় আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, শুক্রবারের মধ্যে ২০১৪ সালে সংরক্ষিত বিভাগে অর্থাত্ যারা ৮২ নম্বর পয়েছেন তাদের উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। প্রকাশ করা হবে তালিকাও।


মামলাকারিদের দাবি, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছে। ফলে এরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছে তারা। নিয়ম অনুসারে ৫৪.৬৭ কে ৫৫ নম্বর হিসাবে গন্য করতে হবে। এবং ৫৫ পেলেই এরা টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা পাবেন। অর্থাত্ শুক্রবার ওই তালিকা প্রকাশ করা হলে বহু প্রার্থী হাঁফ ছেড়ে বাঁচবে।


উল্লেখ্য, গত ৩ নভেম্বর কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৪ এবং ২০১৭-র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গন্য করতে হবে এবং ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে। এর ফলে পর্ষদ দ্বারা ঘোষিত লক্ষাধিক "টেট অনুত্তীর্ণ" প্রার্থী ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন।