Dearness allowance, DA Update, DA Case Update, DA Case Supreme Court,
DA case in Supreme Court: আজ সোমবার দেশের শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness allowance) মামলার শুনানি। ৫৭ নম্বরে রয়েছে মামলা। ৭নং বেঞ্চে হবে শুনানি। মামলা কারীরা আশাবাদী শীর্ষ আদালত উচ্চ আদালতেই ফেরৎ পাঠাবে এই মামলা। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠে। রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে ডিএ মামলা (DA Case Update)।
দিল্লি থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, আজ (28.11.22) প্রথমার্ধে ডিএ মামলাটি (DA Case Update) সর্বোচ্চ আদালতে 39 নম্বর পর্যন্ত হয়ে ব্রেক হল। আবার দুপুর ২ টো'য় পরবর্তী 40 নং থেকে সওয়াল জবাব শুরু হবে।'
জানা গেছে সময়ের অভাবে আজ সুপ্রিম কোর্টে মামলা উঠলেও কাজ হয়নি। আগামী সোমবার ৫ই ডিসেম্বর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
শ্যামল কুমার মিত্র জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলা এনেছেন কর্মচারীদের বঞ্চনা প্রলম্বিত করার জন্য। আজ মামলাটি ৩টা ৩০ -এ উঠে। মামলাকারীদের আইনজীবী ছিলেব রউফ রহিম, ফিরদৌস সামিম এবং অনলাইনে ছিলেন বিকাশ রঞ্জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বিকেল ৩টা ৩০-এ ওঠায় শুনানি সম্ভব হয়নি। আমরা আশাবাদী আমাদের জয় হবে।
আইনজীবী ফিরদৌস সামিম জানান, আজ শুনানি হয়নি সময়ের অভাবে। আগামী সোমবার ফের শুনানি। আমরা আশাবাদী কর্মচারীরা আইনি অধিকার মোতাবেক ডিএ (DA Case Update) পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊