Latest News

6/recent/ticker-posts

Ad Code

টোটোর ধাক্কায় প্রাণ হারালো তিন বছরের শিশু

মহাকালহাটে টোটোর ধাক্কায় মৃত্যু এক নাবালকের

Toto Accident



ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ দুপুর একটা ৪৫ মিনিট নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহাকাল হাটে ঘটে এই দুর্ঘটনা। টোটোর ধাক্কায় মৃত্যু হয় তিন বছর বয়সী এক নাবালক ছেলের। জানা গিয়েছে ওই নাবালকের বাড়ি হোকদাহ এলাকায়। 



টোটো ধাক্কায় নাবালক ছেলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। ঘাতক টোটো টিকে আটক করে টোটো চালককে বেধড়ক মারধর করে স্থানীয়রা এমনটাই অভিযোগ। বর্তমানে সেই টোটো চালক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 




উপস্থিত এক ব্যক্তি জানায়, রাস্তার মধ্যে বাচ্চাটি খেলাধুলা করছিল, ছোটাছুটি করছিল। আচমকাই হয়তো টোটোটি এসে আঘাত আর এতেই গুরুতর আহত হয় বাচ্চাটি। মাথার একটা অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code