Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nayantara: সন্তান জন্মের খবর শোনানোর পরেই বিপাকে নয়নতারা-ভিগনেশ

Nayantara: সন্তান জন্মের খবর শোনানোর পরেই বিপাকে নয়নতারা-ভিগনেশ


Vignesh Shivan-Nayanthara wedding



গত জুনেই করেছিলেন বিয়ে আর বিয়ের চার মাসের মধ্যেই সন্তান জন্মের সুখবর শোনালেন নয়নতারা ও ভিগনেশ। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক দম্পতির রুপ দিলেও সন্তান জন্মের খবরের পরেই বিপাকে নয়নতারা ও ভিগনেশ‌।




জুনে বিয়ের পর ৯ই অক্টোবর সন্তান জন্মের খবর এর মাঝে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও চিহ্নই দেখা যায়নি নয়নতারার শরীরে। কারণ কিছুদিন আগেও 'গডফাদার' ছবির প্রচারে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল নয়নতারাকে। তাই অনেকেই মনে করছেন সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন নয়নতারা-ভিগনেশ।




কিন্তু সম্প্রতি এদেশে সারোগেসির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নয়নতারা ও ভিগনেশ আদৌ মেনেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। গত জানুয়ারি মাস থেকে এদেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনও দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। ফলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এবিষয়ে তারকা দম্পতি এখনও মুখ খোলেননি। তামিলনাড়ু সরকারের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এবিষয়ে বলেছেন, বিষয়টি নিয়ে তারকা দম্পতি নয়নতারা ও ভিগনে শিবানের কাছে জানতে চাওয়া হবে।




চেন্নাইয়ের মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে আয়োজিত নয়নতারা-ভিগনেশ সাত পাকে বাঁধা পড়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code