Primary TET: প্রাথমিক TET নিয়ে ফের এক মামলা হাইকোর্টে
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ থেকেই শুরু আবেদন গ্রহন। আর সেই বিজ্ঞপ্তিকে ঘিরে মামলা হয়েছে আদালতে এবার আরো এক মামলা আদালতে। এর আগে বিএড ডিগ্রীধারীদের প্রাথমিক টেটে বসতে দেওয়ার সুযোগের বিরোধীতা করে হয়েছে মামলা আর এবার প্রশিক্ষণরত প্রার্থীদের টেটে সুযোগ দেওয়ায় হয়েছে মামলা।
পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, টেট পরীক্ষায় অংশ নিতে পারবেন ডিএলএড, ডিএড ও বিএড শিক্ষার্থীরাও। ডিএলএড, ডিএড ও বিএড কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষায় বসা যাবে। এই অংশ নিয়েই আবার মামলা আদালতে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, যাঁরা বিএড এবং ডিএড প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও টেট ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের একাংশ তা নিয়েই আপত্তি তুলে মামলা করেছেন।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊