আকর্ষণীয় লুক! উষ্ণতার পারদ চড়ালেন মেহজাবীন চৌধুরি

Mehazabein




ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অবসরে ভ্রমণ করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি, দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। 

Mehazabein



মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর তারপর মেক্সিকোতে আকর্ষণীয় লুকে ধরা দিলেন অভিনেত্রী।

Mehazabein



মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্টে ক্যামেরার সামনে পোজ দিলেন মেহজাবীন। তাঁর ছবিগুলি নজরকেড়ে যুব সমাজে।


Mehazabein



জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। একেক সময় এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন মেহজাবীন চৌধুরী।

Mehazabein




ছবিগুলির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার ঢল। আবার অনেকে প্রশ্ন করছেন অনেকে, কার সাথে মেক্সিকোতে গিয়েছেন? কেই বা ছবি গুলি তুলেছে? কবেই বা ফিরছেন? যদিও এসব প্রশ্নের উত্তর মেলেনি।

Mehazabein



বাংলাদেশের বিনোদন জগতে এই মুহূর্তে জনপ্রিয় মেহজাবীন। তাঁর অভিনয় নজর কেড়ে সকলের। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

Mehazabein