Manik Bhattacharya: বিপাকে মানিক, ছেলের অ্যাকাউন্টে ২ কোটির হদিস পেল ED



Manik Bhattacharya
Manik Bhattacharya





প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে মানিক ভট্টাচার্যকে সোমবার রাতে গ্রেফতার করেছে ইডি। রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ভট্টাচার্যকে। এরপর আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় মানিকবাবুকে।



মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিস পাওয়া গিয়েছে বলে দাবি এদিন দাবি করে ইডি।



তদন্তে অসহযোগিতার অভিযোগ ও তাঁর দেওয়া তথ্যের গড়মিলের কারণেই ইডি তাঁকে গ্রেফতার করেছে বলে খবর।



আদালতে ইডি আরও জানিয়েছে যে, মানিক ভট্টাচার্যের ছেলের নামে একটি কোম্পানির হদিশ মিলেছে। সেই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লাখ টাকা পাওয়া গিয়েছে। বেঙ্গল টিচার্চ ট্রেইনিং ইন্সটিটিউশন নামে একটি সংস্থা সেই টাকা পাঠিয়েছিল। পাশাপাশি পরিবারের অন্যান্যদের সঙ্গে অচেনা লোকের জয়েন্ট অ্যাকাউন্টেও টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি।