Nirmala Sitaraman: ইডির নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট অর্থমন্ত্রী সীতারমনের




নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার কান্ড সবেতেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তা নিয়ে কখনো কখনো উঠছে প্রশ্ন। মূলত মূলত বিরোধীদল গুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন এই পরিস্থিতিতে ইডির নিরপেক্ষতা নিয়ে ধরার সার্টিফিকেট দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) ।




ইডি-র নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এদিন অর্থমন্ত্রীর মন্তব্য, "ইডি সম্পূর্ণভাবে স্বাধীন তদন্তকারী সংস্থা। প্রথমে সিবিআইয়ের মতো কোনও সংস্থা তদন্ত শুরু করছে। তারপর ইডি-কে সেই তদন্তে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে। প্রচুর পরিমাণে টাকা, সোনার গয়না উদ্ধার হচ্ছে। যথেষ্ঠ তথ্যপ্রমাণ হাতে থাকার কারণেই ইডি-কে পদক্ষেপ করতে হচ্ছে।"




কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইডি-কে দরজা সার্টিফিকেট নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে উঠেছে রাজনীতি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। এদিকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছিলেন তাঁর দেহরক্ষী সয়গল হোসেন।