সিঙ্গুরের মিথ্যা কাহিনী থাকলে, কাটমানির ফর্মূলা সিলেবাসে থাকবে না কেন?: তথাগত রায়
সিঙ্গুরের ইতিহাস যদি বইতে থাকতে পারে তবে কাটমানির অঙ্কের সূত্র থাকবে না কেন? এমনটাই প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথাগত রায়। এক ফেসবুক পোস্টে এই দাবি তুললেন তথাগত রায়।
ইতিমধ্যে স্কুল পাঠ্য বইয়ে ঠাঁই পেয়েছে সিঙ্গুরের জমি আন্দোলনের কথা। আর সেই প্রসঙ্গকেই হাতিয়ার করে কাটমানি নিয়ে সরব হলেন বিজেপি নেতা।
তিনি ফেসবুকে লিখেছেন, সিঙ্গুরের মিথ্যা কাহিনি যদি ইতিহাস বইতে জায়গা পায় তাহলে গণিতের সিলেবাসে কাটমানির অঙ্ক থাকবে না কেন?
সিঙ্গুর আন্দোলনের কথা ইতিমধ্যে জায়গা পেয়েছে পাঠ্যবইয়ে যেখানে রয়েছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যে বিরোধীতায় সরব হয়েছে অনেকেই।
তবে এবার সিঙ্গুর আন্দোলনকে মিথ্যে দাবি করে কাটমানির ফর্মুলা বইয়ে রাখার কথা তুললেন তথাগত রায়।
তবে এই পোস্টের পরে তথাগত রায়কেও কাঠগড়ায় তুলেছেন অনেকে। একজন লিখেছেন, আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ছিলেন।অপরজন লিখেছেন, ঠিক বলেছেন স্যার। কিন্তু সেই সময় আপনি এবং আপনার দলের রাজনাথ সিংয়ের ভূমিকা কী ছিল সেটা মনে আছে তো?
একজন লিখেছেন, একটা চাকরিতে তোলামূল যদি ২৫ পার্সেন্ট পায় তাহলে ১৫ লক্ষ টাকায় ব্যানার্জি পরিবার কত টাকা পাবে?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊