Sunny Leone: পুলের জলে ব্রেকফাস্টে, হট সেক্সি লুকে নজর কাড়লেন সানি লিওন
বলিউডের অন্যতম সেক্সি অভিনেত্রী সানি লিয়ন। প্রায়ই হট সেক্সি ফিগারে নজর কাড়েন ভক্তদের। এবার তিনি সকালের টিফিনে সেক্সি লুকে ধরা দিলেন। সানি ব্রেকফাস্টের সময় ইনজয় করছেন এমন ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, 'ব্রেকফাস্ট এনিওয়ান'।
ডিপ নেকলাইনে ব্ল্যাক কাট আউট পোশাকে সানির উপচে পড়া যৌবনে কুপোকাত নেটপাড়। মালদ্বীপ থেকে মনোকিনিতে একাধিক পোজ দিয়েছেন সানি। যা নজর কেড়েছে সবার।
ব্রেকফাস্টের সামনে সানগ্লাস চোখে আরো তাঁর উষ্ণ অবতারকে অতি উষ্ণ করে তুলেছে। সানির ব্রেক ফাস্টের টেবিল ভাসছে পুলের জলে। আর তার সামনেই হট লুকে পোজ সানির।
জনপ্রিয় বলিউড অভিনেতা জিসম 2, রাগিনি এমএমএস 2 এবং অন্যান্যের মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি কয়েক বছর ধরে ভারতীয় টিভি রিয়েলিটি শো স্প্লিটসভিলা (Splitsvilla) হোস্ট করছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊