প্রায় ২০০০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে এই কুড়ি নিয়োগ হবে। ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ।আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার (এসএসসি সিজিএল বা SSC CGL 2022) মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/দফতর/সংস্থা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের গ্রুপ 'বি' এবং 'সি' পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ: ২০০০০ SSC CGL-র গুরুত্বপূর্ণ তারিখ ১) অনলাইনে আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর। ২) অনলাইনে আবেদন শেষের সময়: ৮ অক্টোবর, রাত ১১ টা। ৩) অফলাইন চালান জেনারেশন সময়সীমা: ৮ অক্টোবর, রাত ১১ টা। ৪) অনলাইনে টাকা জমা দেওয়ার সময়সীমা: আগামী ৯ অক্টোবর, রাত ১১ টা। ৫) চালানের মাধ্যমে (অফলাইনে) টাকা জমা দেওয়ার সময়সীমা: আগামী ১০ অক্টোবর (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে)। ৬) অনলাইন পেমেন্ট-সহ অনলাইনে আবেদনপত্র সংশোধনের সময়সীমা: আগামী ১২ অক্টোবর থেকে ১৩ অক্টোবর (রাত ১১ টা)। AdvertisementAdvertisementTrending News![]() Katha Kali Chowhan: নার্সের সৌন্দর্যে পুড়ে যাচ্ছে নেটদুনিয়া
আগস্ট ১২, ২০২৫
![]() ২২ শে শ্রাবণ: 'এবং অনপেক্ষ'-এর অনন্য আয়োজন, কবিগুরুকে স্মরণ
আগস্ট ১০, ২০২৫
Latest NewsImportant LinkAd CodeToday News
3/random/post-list
Latest NewsVideo NewsFooter Menu WidgetCopyright ©
Sangbad Ekalavya
Contact form |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊