Breaking

Thursday, September 22, 2022

SBI PO Recruitment 2022: স্নাতক যোগ্যতায় ১৬৭৩টি শুন্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন

SBI PO Recruitment 2022: SBI PO, Vacancy 1673, Graduation Qualification Job

SBI PO Recruitment 2022




স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদের আবেদন চলছে এর মাঝেই প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI প্রবেশনারি অফিসার পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন। ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া যা চলবে ১২ই অক্টোবর পর্যন্ত। এই নিয়োগের মাধ্যমে ১,৬৭৩টি পদ পূরণ করা হবে।



শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ: ১,৬০০টি

ব্যাকলগে থাকা শূন্যপদ: ৭৩টি




গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু- ২২ সেপ্টেম্বর ২০২২

অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২

প্রিলিমসের অ্যাডমিট কার্ড ডাউনলোড- ২০২২ সালের ডিসেম্বরের প্রথম/দ্বিতীয় সপ্তাহ

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ- ১৭ থেকে ২০ ডিসেম্বর ২০২২

প্রিলিমসের ফল প্রকাশ- ডিসেম্বর ২০২২ / জানুয়ারি ২০২৩

মেইন পরীক্ষা জানুয়ারী ২০২৩ / ফেব্রুয়ারি ২০২৩



বয়সসীমা- প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমমানের যোগ্যতাসহ পাশ। স্নাতকের শেষ বছর/সেমিস্টারের পড়ুয়ারাও অস্থায়ীভাবে আবেদন করতে পারেন।


বেতন : বেসিক পে ৪১,৯৬০ টাকা। এর উপর ভাতা যুক্ত হবে।



বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নজর দিন- Click Here 

No comments:

Post a Comment

thanks