BJP Nabanna Abhijan: সুপ্রিম কোর্টের বিধি মানা হয়নি! বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে মামলা দায়ের হাইকোর্টে
১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে মামলা হল হাইকোর্টে। এই অভিযানের জেরে সমস্যায় সাধারন মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশিকা তুলে ধরে মামলার আবেদন জানালে হাইকোর্ট মামলার অনুমতি দেন। তার পরই মামলা দায়ের হয়। তবে মামলা দায়ের হলেও, মঙ্গলবার শুনানির কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকাল থেকে বিজেপি-র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে তৈরি হয় উত্তেজনা। পুলিশের তরফে জায়গায় জায়গায় তাঁদের আটকে দেওয়ার অভিযোগ বিজেপির। পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ আরও চরমে উঠেছে। এই পরিস্থিতির মাঝেই কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
মামলাকারী জানান, জাতীয় সড়ক আটকে, জনজীবন বিপন্ন করে সভা-সমিতিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তার পরেও কী ভাবে সভা? অবিলম্বে হস্তক্ষেপ করুক আদালত। মামলা দায়ের করতে অনুমতি দিলেও, মঙ্গলবারই শুনানি করতে রাজি হননি বিচারপতি। পরে সময় বুঝে শুনানি হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊