Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

Breaking: পুজোর আগে আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি

High Court, Primary Education
Calcutta High Court



৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে প্রাথমিক টেট পাশ এমন আরও ৫৪ জন চাকরি পাচ্ছেন। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ৫৪ জন টেট উত্তীর্ণকে চাকরি দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


ভবিষ্যতের জন্য শূন্যপদ থেকে এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগের ২৩ জন সহ মোট ৭৭ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। 


২০১৪ সালের টেট পরীক্ষা প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা হয়। ভুল প্রশ্নগুলিতে যেসব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই অনুযায়ী প্রার্থীদের নম্বর বাড়লেও নিয়োগ করা হয়নি বলে আদালতের দ্বারস্থ হন তাঁরা। 


আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য, ‘‘ওই বাড়তি নম্বর পেলে তাঁরা টেট উত্তীর্ণ হবেন। ফলে তাঁদের চাকরি দিতে হবে। কারণ, সেই সময়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই নিয়োগে প্রশিক্ষিতদের প্রাধান্য দেওয়া হবে। আর মামলাকারীরা সবাই প্রশিক্ষিত চাকরিপ্রার্থী। তখন প্রশিক্ষিত নন,  এমন অনেককে চাকরি দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবে ওঁরাও চাকরি পাওয়ার যোগ্য।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code