কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বর্ধমান দিয়ে না ঘুরে, মুর্শিদাবাদ স্টেশন হয়ে আজিমগঞ্জ পৌঁছে যাবে

azimganj-nashipur rail bridge
photo source: riderdream





দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে কাজ শুরু হতে যাচ্ছে মুর্শিদাবাদে আজিমগঞ্জ-নসিপুর রেল ব্রিজের (azimganj-nashipur rail bridge)। ২০১০ সাল থেকে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের কথা থাকলেও প্রায় একযুগ পার হয়ে গেলেও এখনও জমি জটের কারণে এই ব্রিজ চালু করতে পারেনি রেল দপ্তর। জানাযাচ্ছে সব ঠিকঠাক ভাবে এগোলে আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই শিয়ালদহ এবং হাওড়া থেকে বহরমপুর এবং মুর্শিদাবাদ স্টেশন ছুঁয়ে আজিমগঞ্জে পৌঁছে যাবে ট্রেন। যার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গের মধ্যে প্রায় ৩ ঘন্টা ব্যবধান কমতে চলেছে।




লালু প্রসাদ যাদব রেল মন্ত্রী থাকার সময় ২০০৪ সালে আজিমগঞ্জ-নসিপুর রেল ব্রিজের (azimganj-nashipur rail bridge) শিলান্যাস করা হয়েছিল। ইতিমধ্যেই রেল দপ্তর ভাগীরথী নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করে ফেলেছে। নদীর পূর্বদিকে ব্রিজের অ্যাপ্রোচ অংশ এবং লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু পশ্চিম পাড়ে লালকুঠি-মাহিনগর গ্রামে প্রায় ৪৬২ মিটার জমির মালিকানা এখনও রেল দপ্তরে না পাওয়ার কারণে সেখানে লাইন পাতার কাজ এখনও শুরু করা যায়নি। তার ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সফরের সময় কমানোর রেল দপ্তরের প্রচেষ্টা স্তব্ধ হয়ে রয়েছে।

azimganj-nashipur rail bridge
photo source: riderdream

মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, 'রেল ব্রিজটি (azimganj-nashipur rail bridge) চালুর দাবি নিয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণবজির সাথে দেখা করি এবং তিনি আমাকে কথা দিয়েছিলেন এই ব্রিজটি যাতে দ্রুত চালু করা যায় তা নিয়ে তিনি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবেন।'

জানা যাচ্ছে জমি সংক্রান্ত সমস্যা মিটে গেছে। ইতিমধ্যেই ২৪ জন চাষী লিখিতভাবে জানিয়েছেন রেলের কাজ (azimganj-nashipur rail bridge) শুরু হলে তাঁদের কোনও অসুবিধা নেই।

এই ব্রিজের কাজ শেষ হয়ে গেলে দক্ষিণবঙ্গের শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বর্ধমান দিয়ে না ঘুরে, মুর্শিদাবাদ স্টেশন হয়ে আজিমগঞ্জ পৌঁছে যাবে। তার ফলে প্রায় ২১ কিলোমিটার যাত্রাপথ কমে যাবে এবং তার ফলে যাত্রীরা প্রায় তিন ঘণ্টা কম সময়ে উত্তরবঙ্গে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেল যাত্রী মঞ্চের অন্যতম সদস্য ও দিনহাটার নাগড়িক অধ্যাপক ড. রাজা ঘোষ বলেছেন - " সত্যিই বাস্তবায়িত হলে ঐতিহাসিক লগ্নে আমরা! যাড়া লড়াই করেছে ও করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। অভিনন্দন মুর্শিদাবাদ রেল যাত্রী এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান সরকার, জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগড়িক ও রেল যাত্রী মঞ্চ ও তাদের সকল সদস্যকে।  ধন্যবাদ জানাই জিয়াগঞ্জ, বহরমপুর, লালবাগ, দিনহাটা ইত্যাদির শিক্ষিত নাগড়িক, অধ্যাপক, সাধারণ মানুষ ও আপামর সকলকে যাড়া অত্যন্ত আন্তরিকতার সাথে গণসাক্ষর দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ২৩শে জুলাই জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেল যাত্রী মঞ্চের তরফে জিয়াগঞ্জ রেল স্টেশনের অধিক্ষকের (প্রতি ডি আর এম, শিয়ালদহ) কাছে স্মারকলিপি দেওয়া হয়, সেখানেও নশিপুর রেল সেতু চালুর দাবি ১ম স্থানেই রাখা হয়েছিল।"