Flipkart Axis Bank Credit Card 

Flipkart Axis Bank Credit Card



বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এর কারন অনেক। সবথেকে বড় কারন জিনিসের দাম । অনলাইন প্লাটফর্মে বিশেষ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। যার ফলে গ্রাহক চলতি বাজারদর থেকে কম দামে বাড়িতে বসে থেকেই জিনিস কিনতে পারেন। 

সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব । আর পূজার কেনাকাটা মানেই এক অন্য অনুভূতি। তবে পূজার কেনাকাটার আগে জেনেনিতে পারেন কীভাবে আপনি সাশ্রয় করতে পারবেন। 

বাজারে বিভিন্ন ধরণের ক্রেডিট কার্ড ব্যবহার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে। তবে যারা ফ্লিপকার্টে কেনাকাটা করেন তাদের জন্য রয়েছে খুশির খবর। 

ফ্লিপকার্ট নিয়ে এসেছে Axis Bank Credit Card এর দুর্দান্ত সুবিধা। বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন কোন কাগজপত্র ছাড়াই। 


তবে আবেদনের আগে আসুন দেখে নিই Flipkart Axis Bank Credit Card এর কি কি বিশেষ সুবিধা রয়েছে।


১) Flipkart, Urban Clap, MMT, Myntra সহ অনেক শপিং প্লেস থেকে কেনাকাটা করলে বিশেষ ভাউচার পাওয়া যায়।

২) যেকোন কেনাকাটা করলে ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাবার সুযোগ আছে।

৩) বছরে ৪ বার বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করার সুযোগ।

৪) সকল পেট্রোল পাম্পে ফুয়েল সারচার্জে ক্যাশব্যাক পাওয়া যায়।

৫) বিভিন্ন রেষ্ট্রুরেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়।

৬) ২৫০০ টাকার বেশি কেনাকাটা করলে EMI তে কনভার্ট করা যায়।

এই Flipkart Axis Bank Credit Card পাওয়ার জন্য নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে পারবেন-




এছাড়াও আপনি Axis Bank ওয়েবসাইটে গেলেই Flipkart Axis Bank Credit Card এ এপ্লাইয়ের লিঙ্ক দেখতে পাবেন। সেখানে এপ্লাই করে সাথে প্রয়োজনীয় তথ্য জমা দিলেই Flipkart Axis Bank Credit Card এর আবেদন জমা হয়ে যাবে।