Cred App Benefits : Credit Card এ Payment করলেই পেয়ে যাবেন আকর্শনীয় Cashback

Cred App Benefits, Credit Card Payment, Cashback

Cred App logo



ক্রেডিট কার্ড (credit card) সম্পর্কে কমবেশি ধারণা সকলেরই রয়েছে। যারা নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাঁদের জন্য ফ্রিচার্জ এর প্রতিষ্ঠাতা কুনাল শা বানিয়েছেন ক্রেড অ্যাপ (Cred App)।


জানেন কি এই Cred App এর কি কি সুবিধা রয়েছে ?


আপনার ক্রেডিট কার্ড (credit card) এ কোন ভুল এমাউন্ট ডেবিট হয়েছে কিনা তা জানিয়ে দেবে এই অ্যাপ (Cred App)

আপনি কোন মাসে কত টাকা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছেন সে তথ্যও জানিয়ে দেবে Cred App.

কবে আপনার ক্রিডিট কার্ডের (credit card) বিল পেমেন্ট করতে হবে তাও জানিয়ে দেবে।

এসবের বাইরেও রয়েছে আরও বেশ কিছু সুবিধা। যেমন ক্যাশব্যাক (Cashback) -ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করলেই পেয়ে যাবেন আকর্শনীয় ক্যাশব্যাক অফার।

এই অ্যাপ থেকে কেনাকাটা (shopping) করবারও সুবিধা রয়েছে ।

প্রতিটি ব্যবহারে রয়েছে Reward Point , যা ব্যবহার করে আপনি কেনাকাটাও করতে পারবেন। 

ক্রেড অ্যাপ রেফার করেও পেয়ে যাবেন ক্যাশব্যাক অফার। নীচে দেওয়া লিঙ্ক ব্যবহার করে আপনার গুগুল প্লেস্টোর থেকে ক্রেড অ্যাপ ডাওনলোড করবার পর প্রথম মিনিমাম ১০০০ টাকা পেমেন্টের সাথেই আপনি পেয়ে যাবেন ২৫০ টাকা। 


তাহলে আর দেরি কেন? আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে এখনি ইন্সটল করে নিন ক্রেড অ্যাপ। আর বিভিন্ন আকর্শনীয় অফারের সুযোগ নিন ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ